By: MD. Admin
Jan 11, 2024

নিউজ ডেস্কঃ নতুন সরকারে শিক্ষামন্ত্রী হয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। আর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম রুমানা আলী। তিনি প্রথমবারের মতো মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। সেখানে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করা হয়।আগের মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত ডা. দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগের মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে থাকা মহিবুল হাসান নওফেলকে এবার একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে।অন্যদিকে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক রুমানা আলী। এর আগে তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর-৩ থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মারা যাওয়ার পর তার কন্যা রুমানা আলী সংসদ সদস্য হন।#


Create Account



Log In Your Account