ডেস্কঃ পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সারাদেশে গণসংযোগ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশের জেলায় জেলায় একতরফা প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসংযোগ ও নির্বাচন বিরোধী মিছিল বের করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।এ প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকারের নির্বাচন নামের খেলার কারণে দেশ ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হলে মানুষ ভয়াবহ কষ্টে নিপতিত হবে। দুঃখ কষ্টে মানুষ দিন কাটাচ্ছে। নিত্য-পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে মানুষ অসহায় হয়ে পরছে। জনগণের দুঃখ দুর্দশা লাঘবে কোন কার্যকরী উদ্যোগ নেয়নি সরকার। সরকার আছে কীভাবে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবে, সে চিন্তায়। এভাবে একটি দেশ ও নির্বাচন হতে পারে না। বিরোধী দলবিহীন নির্বাচন দিয়েও সরকারের এমপি মন্ত্রী প্রার্থীরা জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার ভয়ভীতি দেখাচ্ছে। সরকার দলীয় প্রার্থীদের হুমকি-ধমকি মানুষ শঙ্কিত।#