By: MD. Admin
Jan 10, 2024

ইয়াফেস ওসমান (বাঁয়ে) ও ড. সামন্ত লাল সেন /ছবি : সংগৃহীত

নিউজ ডেস্কঃ  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ৩৬ জন। বুধবার রাতে সাংবাদিকদের নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, আজ প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়োগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া, তাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী।তিনি জানান, এবার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী থাকছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী থাকছেন ১১ জন। এছাড়া, টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দুজনের নাম ঘোষণা করেন তিনি। নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া দুই টেকনোক্র্যাট মন্ত্রী হলেন, ইয়াফেস ওসমান ও ড. সামন্ত লাল সেন।স্থপতি ইয়াফেস ওসমান সর্বশেষ বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এর আগেও তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। অন্যদিকে ডা. সামন্ত লাল সেন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।  উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।

আর জাতীয় পার্টির আসন অর্ধেকের বেশি কমে নেমেছে ১১টিতে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।#

 


Create Account



Log In Your Account