By: MD. Admin
Jan 6, 2024

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৩ (সদর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ওরফে ভোলা মাস্টারকে (৭৮) পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন নৌকার সমর্থকরা। শনিবার (জানুয়ারি) বিকেল ৫টার দিকে ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নে ঘটনা ঘটে।  আহত শামসুল হককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় চারটি সেলাই লেগেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নেরর তিন নম্বর ওয়ার্ডের মফিজউদ্দিন ডাঙ্গী গ্রামে বাবুর দোকানের সামনে শামসুল হকের ওপর এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুল হক ওই সময় খলিল মন্ডলের হাট এলাকা থেকে চরমাধবদিয়া বাজার এলাকায় আসার সময় মফিজউদ্দিন ডাঙ্গী গ্রামে বাবুর দোকানের সামনে দাঁড়িয়ে ঈগলের পক্ষে ভোট চাইছিলেন। ওই সময় কয়েকজন তরুণ সেই দৃশ্য মুঠোফোনের ক্যামেরার ধারণ করে। শামসুল হক ওই তরুণদের ধমক দেন এবং ভিডিও করতে নিষেধ করেন। ওই সময় চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারীর নেতৃত্বে নৌকার নেতাকর্মী সমর্থকরা ‘ধর ধর ভোলা মাস্টাররে ধর’ স্লোগান দিতে দিতে এসে শামসুল হকের ওপর হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে শামসুল হকের মাথা ফেটে যায়। পরে হামলাকারীরা শামসুল হকের গাড়ির কাঁচ ভাঙচুর করে। এ সময় শামসুল হকের সহযাত্রী পান্নু, সজিব, খোকন সরদার, কাইয়ুম হাসান নামে চারজন মারধরের শিকার হন। পরে এলাকাবাসী আহত শামসুল হককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ব্যাপারে চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যয়নি।তবে কথা হয়ে চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  ও ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডলের সঙ্গে। তিনি বলেন, শামসুল হকের ওপর হামলার ঘটনা শুনেছি। তার (শামসুল হক) চাচাতো ভাতিজাদের সাথে বচসার ফলে এ ঘটনা ঘটে। শামসুল হকের ভাতিজারা নৌকার সমর্থক বলে জানান তুহিনুর রহমান।ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন,  আহত হয়ে শামসুল হক এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে সিটিস্ক্যান করতে পরামর্শ দিয়েছেন।স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী সমন্বয়ক শোয়েবুল ইসলাম জানান, চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারীসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর হামলার শিকার হন আমাদের প্রধান নির্বাচনী এজেন্ট শামসুল হক। আমরা এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি।তিনি বলেন, কালকে নির্বাচন আজকে নৌকার প্রার্থীর লোকজন আমাদের লোকের ওপর হামলা করছে। আমরা নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর সুষ্ঠু বিচার চাই। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আবদুল গাফফার বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।#

 


Create Account



Log In Your Account