By: MD. Admin
Dec 16, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ দিয়েছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে গোবরাতলায় ৫৯ বিজিবি সদর দপ্তরের প্রধান ফটকের সামনে নবনির্মিত বিজিবি সীমান্ত পাবলিক স্কুল সংলগ্ন স্থানে মেডিকেল ক্যাম্পেইনে এই সেবা প্রদান করা হয়। রহনপুর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ডা. মো. কাওসার আহম্মেদ মেডিকেল সহকারীদের সমন্বয়ে অনুষ্ঠত ক্যাম্পেইনে গোবরাতলাসহ আশপাশের কয়েকটি গ্রামের গরীব দুস্থ মানুষরা এই সেবা নিতে আসেন। তাদের মধ্যে বিধবা গোবরাতলা গ্রামের ৭০ বছরের ফিকি বেগম, শিশু মমিন আলী, পাশ^বর্তী সানপুর গ্রামের আব্দুল্লাহ (৫২) সহ আরো অনেকে বলেন, টাকা পয়সার অভাবে সামান্য অসুখ দেখাতে পারছিলাম না, বিজিবি এই আয়োজনে বিনা পয়সায় সেই সুযোগ পেয়ে আমরা বড়ই উপকৃত হলাম।এ সময় রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসসহ ৫৯ বিজিবি ঊর্ধ্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন-মহান মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে কোনো মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে। সেই চেতনা থেকেই শতাধিক গরীব দুস্থ মানুষ মানুষকে বিনামূল্যে চিকিৎসহ ওষুধ দেয়া হলো।#


Create Account



Log In Your Account