By: MD. Admin
Jan 24, 2024

নিউজ ডেস্কঃ ‘টেকসই শান্তির জন্য শিক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, পেছনে নয় পাশে থাকুন, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো।বুধবার (২৪ জানুয়ারি) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৪’ উপলক্ষে ‘টেকসই শান্তির জন্য শিক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চলনা তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, ‘সরকার অনেক কাজ করছে, অনেক কাজ করারও আছে। অনেক কাজ, অনেক সমস্যা থাকে। সামনের বাজেটে এগুলো নিয়ে কথা বলতে হবে। আমি শুধু বলবো আমাদের পেছনে নয়, পাশে থাকেন, যাতে আমরা এগিয়ে যেতে পারি।’স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মিড ডে মিলের কথাটা বার বার আসছে। মিডিয়ায় এসেছিল খিচুড়ি নিয়ে। আসলে নির্বাচনের আগে অনেক নেগেটিভ কথা-বার্তা আসে। অনেক ধরনের অপ্রচার করে সরকারকে বিতর্কিত করা হয়। আসল ঘটনার থেকে দূরে সরে গিয়ে সেটা করা হয়েছিলে। এখন যে সিদ্ধান্তটা নিয়ে আসা হয়েছে, পুষ্টিমানকে ঠিক রেখে খাবার যাতে নষ্ট না হয়ে যায় এবং বাচ্চারা যাতে পুষ্টিকর খাবার খেতে পারে, যেমন দুধ, ডিম, কলা, মৌসুমি ফল এবং রুটি। এগুলো দ্রæত পচনশীল নয়। দুপুর পর্যন্ত বাচ্চারা যখন খাবে, তখন যাতে নষ্ট না হয়ে যায়।’ মূল্যায়ন পদ্ধতি বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে বলছিলেন, মূল্যায়ন পদ্ধতির কথা। আমি তো শিক্ষক হিসেবে কাজ করেছি। আমার কাছে মনে হয়, সব জায়গায় কিন্তু এক রকম নয়। হয়তো ৩০টা বাচ্চাকে অ্যাসেসমেন্ট করা যায়। কিন্তু যে স্কুলে দেড়শ বাচ্চা সে স্কুলে কিন্তু করা যায় না। সে ক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থা থাকাটা কিন্তু অনেক জরুরি।’#

 

 


Create Account



Log In Your Account