By: MD. Admin
Jan 1, 2024

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগমের নির্বাচনে পরাজয় হবে জেনেই তার লোকজন ভয়ভীতি প্রদর্শনসহ নানান হুমকি-ধমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন  ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুসোমবার (১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।নির্বাচনী প্রচারণায় বাইমাইল বাজারে লিফলেট বিতরণকালে ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিয়মও করেন তিনি। এরপর ট্রাক প্রতীকের এই প্রার্থীকে সমর্থন জানিয়ে হারিরামপুর উপজেলা থেকে শতাধিক লোকজন আসেন এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেন। স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু বলেন, সাধারণ জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, কিন্তু ভোটাররা শঙ্কিত। কারণ আমার বিরোধী প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মমতাজ বেগমের লোকজন সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। ভোটাররা বলছে, ভাই ভোট দিতে পারবো তো, ভোট হবে তো, ভোটাররা এই ধরনের শঙ্কায় রয়েছে। আমরা এখনো এই শঙ্কা দূর করতে পারিনি। আমরা সব প্রার্থী মিলে ভোটারদের বলি, আপনারা ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- এবার সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ ভোট হবে। নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, সকাল শুরু হয় মন খারাপ দিয়ে, ভোটের মাঠে ভোট চান, তবে হুমকি-ধমকি দিচ্ছেন। নৌকা প্রতীকের লোকজন এই সব করে ভোটের মাঠে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। ভোটারদেরকে তারা ভোট দিতে দেবে না, ভোটকেন্দ্রে যাইতে দেবে না। এসব কথা বলে পরিবেশ নষ্ট করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে। কিন্তু নৌকার প্রার্থীর লোকজনের কর্মকাণ্ডের কারণে আমার কাছে এটা প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত মনে হচ্ছে।ঢাকার এত কাছে হলেও আমাদের এই অঞ্চলে সেইভাবে উন্নয়ন হয়নি মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের ১৫ বছরে সারাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে তার তুলনায় কোনো উন্নয়নই হয়নি মানিকগঞ্জ-২ আসনে। শুধুমাত্র স্কুল-কলেজ আর মাদরাসার পাকা ভবনই হয়েছে। প্রত্যন্ত এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন হয়নি।জনগণের ভোটে শতভাগ জয়ী হবেন প্রত্যাশা করে জাহিদ আহমেদ টুলু বলেন, ইনশাআল্লাহ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হলে শতভাগ নিশ্চিত আমি জয়ী হবো। আর তারা (নৌকার প্রার্থীর লোকজন) এই বিষয়টি বুঝতে পেরেই হুমকি-ধমকি দিচ্ছে। আমরা নির্বাচনী আরচণবিধি মেনেই প্রচারণা করছি। প্রসঙ্গত, মানিকগঞ্জর সিংগাইর,  হরিরামপুর এবং সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ- ২ সংসদীয় আসন। এই আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীসহ ১০ জন নির্বাচনে লড়ছেন। আসনটিতে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৩২ হাজার ১১৩ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৭৩ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।#

 


Create Account



Log In Your Account