By: MD. Admin
Dec 4, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বেড়ে ওঠা এক নারীর গল্প নিয়ে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ‘তরী’। চলচ্চিত্রটির নির্মাতা তরুণ পরিচালক রাশিদ পলাশ। আম, কাঁসা, রেশমের জন্য সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ। বিপ্লবী ইলা মিত্রের আন্দোলন সংগ্রামের ভূমিও উত্তরের এ জেলা। তরীর গল্পও শুরু চাঁপাইনবাবগঞ্জ থেকে।রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আলাপকালে তরুণ এ নির্মাতা জানান, তরীর নির্মাণ প্রস্তুতির কথা। নতুন ছবির শুটিং লোকেশন দেখতে চাঁপাইনবাবগঞ্জে এসেছিলেন তিনি।রাশিদ পলাশ জানান, আগামী বছরের শুরুতে তরীর নির্মাণকাজ শুরু হবে। জানুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা তার। সেই টাইম ফ্রেম মাথায় নিয়েই, সুটিং লোকেশন নির্ধারণসহ অনান্য কাজ গুছিয়ে নিচ্ছেন এ নির্মাতা।ছবির গল্প প্রসঙ্গে এ নির্মাতা বলেন, চাঁপাইনবাবগঞ্জে বেড়ে ওঠা এক নারীর গল্পই বলব আমরা। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূর্ণ ফিল্মস।’ছবিতে কারা থাকছেন এমন প্রশ্নে রাশিদ পলাশ জানান, এখন আমরা লোকেশন সিলেকশনের কাজ করছি। চাঁপাইনবাবগঞ্জের আমনুরাসহ বেশ কিছু লোকেশনে শুটিং করব, এ ছাড়াও কিছু কাজ হবে ঢাকায়। কলাকৌশলী কারা হবেন, সেটা পরে জানাব।#


Create Account



Log In Your Account